বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে আ.লীগ থেকে পৌর কাউন্সিলর আবু তালেবকে বহিষ্কার

রাণীশংকৈল প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৪২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবু তালেবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আ.লীগ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারি রাতে মুক্তা সিনেমা হল চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ ঘোষণা করেন।
এ সময় পৌর আ.লীগের অন্যান্য নেতা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দলীয় সুত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি পৌরশহরের ব্যবসায়ীদের সাথে রাস্তার পাশে মালামাল রাখাকে কেন্দ্র মারামারি এবং এ ঘটনায় গত ১৮ জানুয়ারি বুধবার রাতে পৌরশহরে তার নেতৃত্বে সাম্প্রদায়িক উসকানিমূলক ঝটিকা মিছিলে সাম্প্রদায়িক বিভেদ ও বিশৃংঙ্খলা সৃষ্টিকারি স্লোগান দেয়ার অপরাধে তাকে পৌর আ.লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।