কালিগঞ্জে শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার ওবায়দুর রহমান আর নেই,এলাকায় শোকের ছায়া

- আপডেট সময় : ১০:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সমাজসেবক, ওবায়দুরনগর পোস্ট অফিসের প্রতিষ্ঠাতা, কালিগঞ্জ মহৎপুরের কৃতি সন্তান শেখ ওবায়দুর রহমান বার্ধক্য জনিত কারণে খুলনার সিটি হাসপাতালে শুক্রবার বিকাল ৪.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।
বাস্তবজীবনে তিনি ছিলেন অত্যন্ত কর্মঠ ও কর্তব্যপরায়ণ একজন ব্যক্তি।এলাকার শিক্ষা বিস্তারে ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
তিনি কালিগঞ্জ ডিগ্রি কলেজ, মহৎপুর প্রাইমারি স্কুল সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ম্যানেজিং কমিটিতে সততার সাথে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি এলাকার উন্নয়নে অনেক সমাজসেবা মূলক কাজ করেন।
কালিগঞ্জ পাউখালীতে তিনি একটি পোস্ট অফিস নির্মাণে জমি দান করেন।তার নামের সাথে সামঞ্জস্য রেখে যার নাম রাখা হয় ওবায়দুরনগর পোস্ট অফিস।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৫ কন্যা সন্তান রেখে গেছেন।এই শিক্ষাগুরুর মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।