আমতলী পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী পৌরসভার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীত বস্র কম্বল বিতরণ করা হয়েছে।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
শুক্রবার সকালে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই কম্বল বিতরণ করে সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মেয়র মো. মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের শীত নিবারণের জন্য কম্বল পাঠিয়েছেন। আমরা তা আপনাদের মাঝে বিতরণ করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বেগম, মোসাঃ ফরিদা ইয়াসমিন ও সাংবাদিকবৃন্দ।