ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সোহান, সম্পাদক সুইট

- আপডেট সময় : ০৯:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৭তম কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমানুল সোহান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুখলেসুর রহমান সুইট নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহমুদুল হাসান ও মেহেদী রাফি, সহকারী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও উদয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস, কোষাধ্যক্ষ নুর আলম, দপ্তর সম্পাদক আহসান হাবিব রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমাদ গালিব, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তার্জাতিক বিভাগীয় সম্পাদক সাদীয়া মাহমুদ মীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল ইসলাম উজ্জল, সাংস্কৃতিক সম্পাদক সুমন শেখ, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, জিকে সাদিক, আজিজুল হক পিয়াস, মনির হোসেন ও মামুন।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ইমানুল সোহান বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনসহ ক্যাম্পাসের অনিয়মের বিরুদ্ধে এ কমিটি সোচ্চার ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে সাংস্কৃতিক গণজাগরণ ও মুক্ত বুদ্ধির চর্চা গতিশীলতা করাই আমাদের লক্ষ্য হবে।”