বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরের কালিরবাজার চৌরাস্তায় উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ শেষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নানের অর্থায়নে স্বেচ্ছাসেবক দলের নেতা ও কর্মীদের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক ও দলের আহ্বায়ক আখতার হোসেনের সভাপতিতে এবং সদস্য সচিব ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল আলম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব চবুর পাটওয়ারী রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজু পাটওয়ারী, নাজিম উদ্দিন সুমন, আব্দুল মালেক পাটোয়ারী, আব্দুল হাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী তোহা মিলন, শফিউল্লাহ হায়দার, নাজমুল হাসান দীপু, আরিফ হোসেন পাটোয়ারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের ৪ শতাধিক নেতা কর্মী ও সমর্থক বিন্দু।