নওগাঁর ধামইরহাট অগ্নিকান্ডে জাতীয় পার্টি অফিস সহ ৫টি দোকান ভস্মিভূত হয়েছে।
জানা গেছে উপজেলা পরিষদ চত্বর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জাতীয় পার্টির অফিস, রানা মেডিকেল ষ্টোর, হেমায়েত গার্টেন্টস দোকান, নুরুলের তুলার দোকান ভস্মিভূত হয়েছে।সে সাথে প্রাক্তন সৈনিক ক্লাবের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমান অর্ধ কোটি টাকা।
বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম জানান নাইট গার্ড রাত ৩.৫৫ মিনিটে তাকে ফোন করে জানান আগুন লাগছে।সভাপতি তাৎক্ষণিক ধামইরহাট থানায় ফোন করেন। অফিসার ইনচার্জ মোজাম্মল হক কাজী রাত ৪.০৯ মিনিট নজিপুর ফায়ার সার্ভিসকে অবগত করান। ফায়ার সার্ভিস কর্মীরা ৪.২৮ মিনিটে ঘটনাস্থলে পৌছে অগ্নিকান্ড নিয়ন্ত্রন করেন। অল্পের জন্য বেঁচে গেল শত শত দোকান পাট।
জাতীয় পার্টির সেক্রেটারী ডা: আমিনুল ইসলাম জানান, তুলার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। বণিক সমিতির সভাপতি জানান জাতীয় পার্টির আইপিএস থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।মূলত অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাতের সঠিকতা এখনও জানা যায়নি।