প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল

- আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর উপশহরে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের সামনে প্রচার মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপশহর নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয় মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ১৪নং ওয়ার্ড (পূর্ব) মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না ভৌমিক, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সভাপতি সাফফাত হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক সুমন হোসেন সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।