বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি শেখ ফরিদ মিয়া লাখাই বামৈ বড় বাজারের সকল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়েছেন।
গত শনিবার লাখাই উপজেলার ঐতিহ্য বামৈ বড় বাজারে মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ঝাকজমক ভাবে ব্যলটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে শেখ মোঃ ফরিদ মিয়া ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে ৩৬৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদন্ধি কাজী পারভেজ পেয়েছেন ৩২৯ ভোট।
এ ব্যপারে নবনির্বাচিত শেখ মোঃ ফরিদ মিয়ার সাথে আলাপকালে তিনি বলেন, আমার বামৈ বড় বাজারের সকল ব্যবসায়ী ও মালিকদের প্রতি আমি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
তিনি আরো বলেন, বামৈ বড় বাজার কে আমি দাঙ্গা মুক্ত, অবৈধ দখল, যানজট মুক্ত বাজার হিসেবে গড়ে তুলব।
নবনির্বাচিত সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়াকে বামৈ বড় বাজার যানজট, অবৈধ দখল মুক্ত করতে পারবেন কি না জানতে চাইলে তিনি জানান, আমি আশাবাদী আমার বাজার কমিটি, জনপ্রতিনিধি ও প্রশাসন যদি আমাকে সার্বিক সহযোগিতা করে তা হলে আমি শতভাগ আশা করি সফলতা লাভ করতে পারব।