জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার মজদুর, এক হও,এক হও, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে অটো রিক্সা শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১লা অক্টোবর সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার সকল ভ্যান, অটোরিক্সা, সিএনজি ও ব্যাটারি চালিত সকল যানবাহনের চালকদের সমন্বয়ে ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন শাখার নতুন কমেটি গঠণ করা হয়েছে।
কমিটিতে উপদেষ্টা মন্ডলির সদস্য দিনাজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আলতাফুজ্জামান মিতা কে প্রধান অতিথি করে ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বায়েজিদ আহমেদ কাবা এর সভাপতিত্বে, ভাদুরিয়া বাজারে নিজ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা শেষে ভ্যান, রিক্সা, অটোবাইক, সিএনজি চালকদের সমন্বয়ে মোহাম্মদ খাইরুল ইসলাম সভাপতি এবং মোহাম্মদ জাহিদ হাসান সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়।
বাংলাদেশ অটো রিক্সা শ্রমিক লীগের ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন শাখার কমিটি টি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
উক্ত আলোচনা সভায়,উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো রিক্সা শ্রমিক লীগের নবাবগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সভাপতি, রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান লিটন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।