দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
রবিবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল।এখানকার মানুষ এখনো আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ কে ভালোবাসে।প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির কর্মী সমর্থক রয়েছে।আমি এর আগে খুলনা -৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি।
একবার জন্মস্থান পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম।দীর্ঘদিন অত্র এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণ সংযোগ অব্যাহত রেখেছি।আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাইবো।
এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর।
দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাপার সাবেক যুগ্ন-সম্পাদক ও উপজেলা সাবেক সম্পাদক সামছুল হুদা খোকন, লতা ইউনিয়ন জাপার সভাপতি কৃষ্ণ রায়, আব্দুল গনি সরদার। সাংবাদিক ফসিয়ার রহমান, জি এম মিজানুর রহমান মিজান, মানসুর রহমান জাহিদ, জিয়াউদ্দিন নায়েব, কাজী সোহাগ, শাফিয়ার রহমান, জাপা নেতা কাশেম আলী গাজী, সরদার ফরিদ আহমেদ,গাজী মুজিবর রহমান, আবু সাঈদ সেখ, মীর ওসমান গণি, গাজী আব্দুর রহিম, মোস্তফা গাজী, আব্দুল খালেক, কামরুল ইসলাম, রুহুল আমিন গোলদার, মির শাহদাৎ, নাজিমুদ্দিন, সাহেব আলী, খায়রুল ইসলাম প্রমুখ।