লাখাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী রাসেল আহমেদ তালুকদারের বিরুদ্ধে সরকারী কাজে অনুপস্থিত থেকে তার নিজ ব্যবসা শান্তি ফার্মেসী তে ব্যবসা কাজে ব্যস্ত থাকে নিয়মিত ভাবে।এই অভিযোগ দীর্ঘদিন যাবত চলে আসছিল।এ ব্যপারে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার সতর্ক করার পরও সে তার নিজ ব্যবসায় নিজেকে জড়িয়ে চলেছেন।
রবিবার (১ অক্টোবর) দুপুরে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রের নাহিদ সুলতানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন সহ এক দল পুলিশ মিয়ে মোবাইল কোর্ট পরিচালনার সময় বিষয়টি উঠে আসে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী।
এ সময় নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা রাসেল কে প্রশ্ন করেন আপনি কি সরকারী চাকুরী করেন কি না জানতে চাইলে তিনি তা স্বীকার করেন।এ সময় ডা. কাজী শামসুল আরেফীন রাসেল কে বলেন আপনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত সরকারী কাজে ফাঁকি দিয়ে নিজ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ও ডা. কাজী শামসুল আরেফীন রাসেল কে বলেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যপারে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার নুরুল হকের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান রাসেল আহমেদ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেয়া হবে।
এ ঘটনায় রাসেল আহমেদ এর সাথে যোগাযোগ করে তাকে বলা হয় যে রবিবার আপনার কোন এলাকায় ডিউটি সে উত্তরে রবিবার বুল্লা ইউনিয়নের শালদিঘা গ্রামে ডিউটি ছিল বলে স্বীকার করেন।