শাহিনুর ইসলাম প্রান্ত [স্টাফ রিপোর্টার]
লালমনিরহাট সদর উপজেলার ছাত্রলীগের আয়োজনে সন্ত্রাস বিরোধী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় লালমনিরহাট সদর উপজেলার বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল সাইদ এর সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনপ্রিয় ও মেধাবী ছাত্রনেতা লুৎফর রহমান আওরঙ্গের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।
অ্যাডভোকেট মতিয়ার রহমান তিনি বলেন, ছাত্রলীগ ও আওয়ামীলীগের জন্ম ক্যান্টনমেন্টে নয়।তারা মিথ্যা কথা বলে না, মিথ্যা মামলা করে না।বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের বিরুদ্ধে ৬৭ টি মামলা করেছিল অথচ বিগত সাড়ে চোদ্দ বছরে আমরা তাদের বিরুদ্ধে একটি মামলাও করিনি।যে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না।এ দেশ স্বাধীন হতো না, আমরা লাল সবুজের পতাকা পেতাম না।সেই জাতির পিতাকে নিয়ে কুটূক্তি মুলক মন্তব্য করেছেন আসাদুল হাবিব দুলু।সে কারনে তার নামে আমরা মামলা করেছি।
উল্লেখ চলতি মাসের প্রথম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অশোভন মুলক কথা বলার অভিযোগে লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, খন্দকার রানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব জহুরুল হক টিটু, বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মিঠু, হারাটী ইউনিয়ন আওয়ামী লীগের উদীয়মান তরুণ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাশেদ জামান বিলাশ, সাধারণ সম্পাদক মো: আরিফ ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী নুর, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সহ নয়টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় বক্তব্য প্রদান করেন।
এ সময় ছাত্রলীগের নেতারা বলেন, আমাদের চেতনা, জাতীর পিতাকে নিয়ে আর কখনও কটুক্তি করা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে সমীচীন জবাব দিবে।
উক্ত সমাবেশ ঘিরে সকাল থেকে স্থানীয় আওয়ামী নেতাকর্মী ও সকল স্তরের জনসাধারণের মাঝে বেশ উৎসব আমেজ লক্ষ করা গেছে।বৈরি আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে হাজারো ছাত্রলীগের নেতাকর্মীর আগমনে সমাবেশ বেশ প্রানবন্ত হয়ে ওঠে।