রাজশাহীর বাঘা উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নারায়ণপুর সর্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এই সম্মেলনের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণ কমল পান্ডে।
সম্মেলনে দশরত কুমার ও অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অনীল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অম্বও কুমার সরকার, সিনিয়রসহ সভাপতি রনজিত কুমার কবিরাজ, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, বাঘা উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীরাম গোপাল সাহা প্রমুখ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জয় জয়ন্তি সরকার মালতী, নিশিপদ সরকার,শ্রী কৃষ্ণ প্রামানিক,মনিমোহন পান্ডে, শ্রী হারান চন্দ্র হালদার,অজিত কুমার সাহা,শ্রী অভিজিত সরকার সহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা হিন্দু সমাজের নেতারা।
দ্বি-বার্ষিক সম্মেলনে সর্ব সম্মতি ক্রমে পুনরায় বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু ও সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা এবং ত্রি-বার্ষিক সম্মেলনে বাঘা উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রামগোপাল সাহা ও সাধারণ সম্পাদক নিহাররঞ্জন পান্ডে বাবুকে নির্বাচিত করা হয়েছে।