দীর্ঘ ৫ বছরে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি ডট কম অবিচল ধারার সঙ্গে মিশে গেছে চট্টগ্রামসহ দেশের পাঠক সমাজে।
অনলাইন গণমাধ্যমটি আগামীতেও আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে উপরোক্ত মন্তব্য করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত নিউজ পোর্টালটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেছেন।
বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি শুরু হয়।উৎসবমুখর পরিবেশে বেলা ১২ টার দিকে পোর্টালের নবীন-প্রবীণ সকল সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন জয়নিউজবিডি ডট কমের সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে পোর্টালটির প্রতিষ্ঠাবার্ষিকী।পরে সম্পাদক অহিদ সিরাজ স্বপনের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক আলমগীর পারভেজের সভাপতিত্বে অতিথিপর্ব ও শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হয়।
আলহাজ্ব আলী আব্বাস ছাড়াও অতিথিপর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সাতকানিয়া পৌরসভা মেয়র মো. জোবায়ের, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকগণ।
অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, সারাবিশ্বেই বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা অনেক এগিয়ে গেছে।পাঠক আস্থায় ঋদ্ধ হয়ে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকারে জয়নিউজবিডি ডটকমও মন জয় করে নিয়েছে পাঠক ও শুভানুধ্যায়ীদের।পোর্টালের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিথিরা।
ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যম।শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীও।
পোর্টালটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেব প্রসাদ দেবু।
রাজনৈতিক নেতৃবৃন্দ: পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি ডটকমের ৫ম বর্ষপূর্তী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, যুগ্ম সম্পাদক গাজী সিরাজ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর অ্যডভোকেট রেহেনা কবীর রানু, রোজীনা আক্তার।
গণমাধ্যম : জয়নিউজবিডি ডটকমের ৫ম বর্ষপূর্তীতে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আল রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক নুর উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য ও স্বাধীন নিউজ নিউজ পোর্টালের সহকারী সম্পাদক ইসমাইল ইমন, জনপ্রিয় টেলিভিশন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, এশিয়ান টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, ক্লিক নিউজবিডি সম্পাদক জালাল উদ্দিন সাগর, পাঠক ডটনিউজ সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক আজিজুল কদির, বিষু রায় চৌধুরী, কাউছার খান, আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ, মানবকণ্ঠের ব্যুরো প্রধান হাসান মুকুল, নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, বাংলাদেশ টুডে ব্যুরো প্রধান এস এম আকাশ, সকালের সময় ব্যুরো প্রধান এস এম পিন্টু, দৈনিক খোলা কাগজের ব্যুরো প্রধান জামাল হাওলাদার, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ ফোরকান, বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র রির্পোটার এম এ হোসাইন, নিউজ নাও টোয়ান্টি ফোরের চট্টগ্রাম প্রতিনিধি পার্থ প্রতিম নন্দী, দেশ বর্তমান পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি জিয়াউল হক ইমন, সাংবাদিক ইমরুল হায়দার সুমন, তৌহিদুল ইসলাম, বাচ্চু বড়ুয়া, আমাদের নতুন সময় চট্টগ্রাম এর সিনিয়র রিপোর্টার এম আর আমিন, বাংলাদেশ সমাচারের ব্যুরো প্রধান মো. রিপন, চট্টগ্রাম নিউজের রিপোর্টার তমাল বড়ুয়াসহ বিভিন্ন জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি, অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকগণ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন : জয়নিউজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আমিনুল হক, সাধারণ সম্পাদক আলহাজ আহমদ হোছাইনসহ নেতৃবৃন্দ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক জাফর আলমসহ নেতৃবৃন্দ, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সদস্য ও জনপ্রিয় সংগীত শিল্পী জুলি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ, রেলওয়ে জার্নালিষ্ট অ্যসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানান।
এ ছাড়াও মঙ্গলবার বিকেল থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে জয়নিউজবিডি ডটকম কার্যালয় ৮৭, এস এস খালেদ সড়ক, জামালখানে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ।
শুভেচ্ছা গ্রহণ করেন জয়নিউজের বার্তা সম্পাদক রাজীব সেন প্রিন্স, স্টাফ রিপোর্টার এম মোরশেদ, হিমেল ধর ও হেড অব আইটি নুরুল ইসলাম টিটু।