আজ ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের সাথে নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির একটি মত বিনিময় সভা সমিতির সভাকক্ষ আলুপট্রি, পার-নওগাঁ, নওগাঁতে অনুষ্ঠিত হয়েছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় চাল পণ্যের বিএসটিআই হতে মোড়কজাতকরণ নিবন্ধন কি জন্য করা প্রয়োজন, চালের বস্তায় কি কি তথ্য থাকবে, কেন নির্ধারিত ওজনে মোড়কজাত/প্যাকিং করতে হবে এবং মিলে ব্যবহৃত বিভিন্ন ওজনযন্ত্রের ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু সহ সমিতির ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর পক্ষে অংশগ্রহণ করেন প্রকৌ: মো: আব্দুল হান্নান, উপপরিচালক (মেট্রোলজি), দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) ও মিঠুন কবিরাজ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনস্বার্থে বিএসটিআই’র এরকম স্টেকহোল্ডার মিটিং অব্যাহত থাকবে।