পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুরুত জ্জামানের দাফন সম্পন্ন

- আপডেট সময় : ০৮:৫৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরুত জ্জামানের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) হিন্দুকান্দি ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময়-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, সাবেক মেয়র আব্দুল হামিদ সরদার, উক্ত স্কুলের প্রধান শিক্ষক সাকী মোঃ জাকিউল আলম ডুয়েল, স্কুলের শিক্ষকগণ, মুক্তিযোদ্ধা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বার্ধক্যজনিত রোগে অসুস্থ্য হয়ে (১৯ জানুয়ারি) রাত ১২:১৫ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিঁনি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিমের শশুর ও এবং সারিয়াকান্দি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেকের পিতা।