লাখাইয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন লাখাই উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ শাহাদাত হোসেন।
সভায় “জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান” এই প্রতিবাদ্য বিষয়ের উপর আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাক্তার তাজরিন মজুমদার, ডাক্তার এ কে এম মঞ্জুরুল আহসান, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, যখনই কোন কুকুর, বিড়াল বানর, বেজি কোন ব্যক্তি বা গরু ছাগলকে কামড় দেয় সাথে সাথে আক্রান্ত স্থানে কাপড় কাচার সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে।এছাড়াও এ ব্যপারে জনসচেতনতা গড়ে তুলার আহবান জানান।