রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও তৌহিদুর রহমান ফরিদপুর-১: আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন লাখাইয়ে দেড় লক্ষাধিক লোকের জন্য ডাক্তার ২ জন,চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা নাটোরের সিংড়ায় দুই সন্তানের জননীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শাহজাদপুরে নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ,অপসারণের দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রবীন্দ্র কাছারি বাড়ির নিকটে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা এ ভবনটি দ্রুত ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।রবীন্দ্র কাছারি বাড়ির কাষ্টোডিয়ান আবু সাঈদ ইনাম তানভিরও এ ভবন নির্মাণ বন্ধ ও নির্মান সামগ্রী অপসারনের জন্য পত্র দিয়েছে।

জানা গেছে, জদুনাথ সাহার ছেলে শ্রী কালীপদ সাহা ও শ্রী কার্তিক চন্দ্র সাহা এর নিকট থেকে ষ্টেশন শাহজাদপুর, মৌজা দ্বারিয়াপুর।জেএল- ৫৩, এসএ ৫৩৫১ দাগে আধা শতক এবং এসএ-৫৩৫৪ দাগে ২.৫ শতক দেখা যায়, যা বর্তমান আর এস দাগ-১০১৮৫ দাগে ২.৬১ শতক, ১০১৮৬ দাগে ৩.৬২ শতক।এই দলিল নিয়ে সংশয় রয়েছে।এ জায়গাটি যা রবীন্দ্র কাছারি বাড়ির সম্পত্তি বটে।যা দেখা যায় বর্তমান ১ নং খাস খতিয়ানের সম্পত্তি।এই সম্পত্তি বর্তমান দ্বারিয়াপুর মহল্লার মৃত বসির উদ্দিনের ছেলে আবু বক্কার ও জলিল এর নামে ৬.২৩ শতক সরকারি সম্পত্তি অবমুক্ত করে নিয়েছে বলে শোনা যায় কিন্তু কাগজপত্র এখনো পাওয়া যায়নি।মনে হচ্ছে এটা নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে এবং সেই জায়গাতে মৃত আবু বক্কারের ছেলে ইমরান ও পলাশের নেতৃত্বে বহুতল ভবন নির্মাণ করছে।ইতিমধ্যে দ্বোতলা সম্পন্ন করেছে।

সরকারি সম্পত্তি অবমুক্ত করা কতটুকু নিয়ম আছে আমাদের জানা নেই।কালীপদ সাহা ও কার্তিক চন্দ্র সাহা কিভাবে সরকারি সম্পত্তির মালিক হলো এবং কিভাবে সরকারি সম্পত্তি অবমুক্ত করা হয়েছে।সিএস খতিয়ান ৬০৫ এর মালিক মাধাই মদক।এই দাগে কালীপদ সাহা ও কার্তিক চন্দ্র সাহা কিভাবে মালিক হলো।এসএস ৫৩৫১ ও ৫৩৫৪ দাগ সরেজমিনে নকসার সাথে মিল নেই।

পুর্বের কাগজপত্র যাছাই বাছাই করে যদি নিয়মবহির্ভূতভাবে অবমুক্ত করা হয়ে থাকে তাহলে অবমুক্ত বাতিল করে ভবনটি ভেঙে দেওয়ার অনুরোধ জানিয়েছে সচেতন মহল।

রবীন্দ্র কাছারি বাড়ির কাছাকাছি সরকারি জায়গাতে বহুতল ভবন নির্মাণ করা কতটুকু বিধি সম্মত এটা যাচাই বাছাই করে দেখা প্রয়োজন।রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এ কাছারি বাড়ি রক্ষনাবেক্ষন ও সৌন্দর্য রক্ষা করা প্রয়োজন।এরা অতি কৌশলে রাতের আধারে বিপুল সংখ্যক শ্রমিক দ্বারা অতি দ্রুত দ্বোতলা নির্মাণের কাজ করছে জনসার্থে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়েছে।

সচেতন মহলের মতে, প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত এ ভবনটি ভাঙ্গার উদ্যোগ না নেয় তাহলে শাহজাদপুরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং রবীন্দ্র কাছারি বাড়ির আশপাশে আরো মানুষ বহুতল ভবন নির্মাণে উৎসাহীত হবে। সেই সাথে নষ্ট হবে পুরাকীর্তি রবীন্দ্র কাছারি বাড়ির সৌন্দর্য।তাই, দ্রুত ভবনটি ভেঙে জায়গাটি পুনরায় সরকারি ক তপসীলভুক্ত করার দাবি জানিয়েছে সচেতন মহল।

তবে বক্কারের ছেলে ভবন নির্মাণকারী পলাশ বলেন, আমাদের পক্ষে রায় পেয়েছি।আমাদের নামে জায়গা সবকিছু ঠিকঠাক আছে।তাই, আমরা আমাদের জায়গায় কাজ করছি।কাজ করা অবস্থায় রবীন্দ্র কাছারি বাড়ির কাষ্টোডিয়ান আমাদের একটি চিঠি দিয়েছে যেটা আমার মনে হচ্ছে উনি নিয়মবহির্ভূতভাবে দিয়েছে।তারপরেও উনি চিঠি দেওয়ার পর নির্মাণ কাজ বন্ধ রেখেছি।

এবিষয়ে রবীন্দ্র কাছারি বাড়ির কাষ্টোডিয়ান আবু সাঈদ ইনাম তানভিরুল বলেন, ইতিমধ্যেই ২য় তলার কাজ বন্ধ সহ সম্প্রতি নবনির্মিত কাঠামো ও সকল নির্মাণ সামগ্রী অপসারণ করার চিঠি দেওয়া হয়েছে, উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।এরপরেও নির্মাণ কাজ চলমান রাখলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ