শাহিনুর ইসলাম প্রান্ত [স্টাফ রিপোর্টার]
লালমনিরহাটের হাতীবান্ধায় জে.এ.এস ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় জে.এ.এস গ্রুপের পরিচালক শাহজাদ ফেরদৌস বাবুর সভাপতিত্বে ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারটির উদ্বোধন করা হয়।
এসময় জে.এ.এস ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান, হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, শাহ্ গরীবুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম প্রমুখ।