সোনাতলা পাকুল্ল্যা ইউনিয়নে শাহাজাদী আলম লিপির উঠান বৈঠক

- আপডেট সময় : ০৬:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

বগুড়া সোনাতলা উপজেলায় শাহাজাদী আলম লিপির উঠান বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পাকুল্ল্যা ইউনিয়নের উত্তর করমজা এলাকাবাসীর আয়োজনে অবসর প্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা নাহেরুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উঠান বৈঠকে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী শাহাজাদী আলম লিপি।এসময় তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন।
সমাজসেবক বাবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান গেদা, হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার ইফাজ উদ্দিন প্রামানিক, কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, সুরুতজ্জামান, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমনসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।