সারিয়াকান্দিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা

- আপডেট সময় : ০৬:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’-এই স্লোগান নিয়ে বগুড়া সারিয়াকান্দিতে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি), উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১৪টি স্টল অংশগ্রহণ করে। রবিবার ১৭ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।এসময় মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলী পারভীন, কমিউনিটি অর্গানাইজার দিপক কুমারসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।