সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ল্যাবরেটরী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ল্যাবরেটরী স্কুলের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও সহ সভাপতি আলহাজ আবুল খায়ের, সদস্য শেখ হুসাইন আহমেদ গোলাম, শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও স্কুলের তত্ত্বাবধায়ক হোসনেয়ারা খানম, উপজেলার ল্যাবরেটরী স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়, সহকারী শিক্ষক মুজিবুল হক ও তাজুল ইসলাম প্রমূখ।
সভায় বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার গুণগতমান উন্নয়নে নতুন বছরের বিভিন্ন সিদ্ধান্তসহ বিদ্যালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সে মতে আগামী ১৮ ফেব্রুয়ারী শনিবার জেলার মুন্সিগঞ্জ আকাশ লীনা ইকোটুরিজমে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।