সারিয়াকান্দিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে

বগুড়া সারিয়াকান্দিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর এই প্রতিযোগিতা দেখতে বিভিন্ন হাজার হাজার নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর-কিশোরী ভীড় করেন।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার নারচী ইউনিয়নের নারচী পশ্চিমপাড়া রুয়ের বিলে এই নৌকা বাইচের আয়োজন করে নারচী পশ্চিম পাড়া যুব সমাজ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি।সরেজমিনে দেখা গেছে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে আসে হাজার হাজার বিনোদন প্রেমীরা। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৮টি নৌকা অংশগ্রহণ করে।মানবিক দৃষ্টি ফাউন্ডেশন সভাপতি সোহেল রানা (রিংকু) তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারচী ইউনিয়ন সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম মাকছুদার রহমান বাবু সাবেক কমান্ডার,সাবেক অর্থ কমান্ডার মোঃ বীরমুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, নারচী ইউনিয়ন সমাজ সেবিকা মোছাঃ আফরোজা বেগম, বগুড়া জেলা তাঁতী লীগ উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি,সাবেক ফুটবলার জেলা টিম বগুড়া মোঃ শহিদুর আলম সোহেল,বাংলাদেশ বিমান বাহিনী আরাফাত রহমান শুভ,সমাজ সেবিকা শাহিনা বেগম বেলি,সুরুতজ্জামান, উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমনসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।