মান্দায় আবারও নৌকার মনোনয়ন চান শেখ আব্দুল লতিফ

- আপডেট সময় : ০১:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৪৯ (মান্দা-৪) আসনে আবারও নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে আলহাজ্ব শেখ মোঃ আব্দুল লতিফ কাজ করে যাচ্ছেন।
শেখ মোঃ আব্দুল লতিফ উপজেলার ভারশোঁ ইউপির আলালপুর গ্রামের তৎকালীন শিল্পপতি মরহুম রওশন শেখের কনিষ্ঠ ছেলে।
জানা যায়, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।যতদিন বেঁচে থাকবে দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।বর্তমানে নওগাঁ জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মান্দা উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।
আলহাজ্ব শেখ মোঃ আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনানুযায়ী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি।জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক যাকে উপহার দিবেন তার হয়েই কাজ করবো।তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক উপহার দিয়েছিলেন।কিন্তু বিভিন্ন চক্রান্তের কষাঘাতে তিনি বিজয় ছিনিয়ে আনতে পারিননি।সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রবীণ আ.লীগ নেতা মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক জয়লাভ করেন।তবে এবার যদি আমাকে আবারও নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হয় তাহলে শতভাগ জয় নিশ্চিত বলে আশা প্রকাশ করেন।নৌকার জয় নিশ্চিত করতে নৌকার কান্ডারি হয়ে নেতাকর্মীদের নিয়ে সব সময় মাঠে কাজ করে যাচ্ছি।
সৎ, যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করে তিনি আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতাদের মধ্যে তিনিও একজন বলে দাবী করেন।সঠিক ও সুচারুভাবে যদি গোয়েন্দা শাখার কর্মকর্তারা জরিপ করেন, তাহলে সৎ ও যোগ্য নেতার তালিকায় তিনি ১ নম্বারে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন।জনমত জরিপেও সৎ নেতার তালিকায় এগিয়ে থাকবেন তিনি।এজন্য এলাকায় সৎ নেতা হিসাবে বেশ সুনাম ও খ্যাতি রয়েছে তার।জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ-স্মার্ট নৌকার মাঝি হিসাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।সেই আলোকে শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র মুক্ত স্মার্ট বাংলাদেশ-গড়ার প্রত্যায়ে মান্দা-৪ আসনে কাজ করে যাচ্ছি।
মান্দা উপজেলার ঠাকুরমান্দা বাজারে আব্দুল লতিফ শেখের এক গণসংযোগে জমসেদ আলী, আব্দুর সাত্তার, মিজানুর রহমানসহ অনেকে জানান, আব্দুল লতিফ যোগ্য নেতা।তিনি নিস্বার্থভাবে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।মান্দায় তাকে নৌকা প্রতিক দেওয়া হলে তার বিজয় সুনিশ্চিত।