রায়গঞ্জে স্কুল পরিচালনায় সফল সভাপতি কে.এম আসলাম

- আপডেট সময় : ০৭:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুল পরিচালনায় একজন সফল সভাপতি প্রভাষক কে.এম আহসান হাবিব আসলাম।শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়নে নানামুখী পরিকল্পনা।আগত এসএসসি পরীক্ষায় ১৫০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪১ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে।
জানা যায়, উপজেলার দাদপুর জিআর ডিগ্রি কলেজের প্রভাষক কে.এম আহসান হাবিব আসলাম ২০২২ সালে ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।শিক্ষা বান্ধব এই সভাপতি তাঁর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে নানামুখী পরিকল্পনা হাতে নেন।তিনি তাঁর চিন্তা শক্তি, মেধা শক্তি, ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে একাধিক বৈঠকের ব্যবস্থা করেন।
পরিকল্পনা অনুযায়ী প্রতিমাসে ছাত্র অভিভাবকদের সমাবেশ চালু করা হয়।সমাবেশের আলোচনা সমালোচনা মাধ্যমে উঠে আসে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের গড় হাজিরার বাস্তব দৃশ্য।ক্লাসে ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতির জন্য একদিকে ছাত্র অভিভাবকদের তাগিদ দেয়া হয়।অন্যদিকে লেখাপড়ার মান উন্নয়নে তাগিদ দেয়া হয় দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের।নানামুখী নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পাল্টে যায় বিদ্যালয়ের দৃশ্যপট।
শিক্ষাবান্ধব এই স্কুল সভাপতি শিক্ষার মান উন্নয়নে তাঁর নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করায় গত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের ১৫০ পরীক্ষার্থীদের মধ্যে ৪১ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।আর এই কৃতি শিক্ষার্থীদের কে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় চত্বরে স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের হাত দিয়ে গত ১০ সেপ্টেম্বর বরিবার ৪১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।এই সাফল্য অর্জনে একজন সফল সভাপতি হিসেবে কে.এম আহসান হাবিব আসলাম পরিচিতি লাভ করে।
এক প্রশ্নের উত্তর কে.এম আহসান হাবিব আসলাম বলেন, ক্ষেতে খামারে ভালো পরিচর্যা করলে যেমন বেশি ফসল পাওয়া যায়।ঠিক তেমনি ভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা মান উন্নয়নে ভালো পরিচর্যার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা সম্ভব।এই সফলতা শুধু আমার একার নয়।সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও ছাত্র অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।