যতদিন বেঁচে থাকবো ততদিন শাহাজাদী আলম লিপির জন্য দোয়া করে যাবো

- আপডেট সময় : ০৪:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

শনিবার (৯ সেপ্টেম্বর) বগুড়া সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে বিছানায় পড়ে থাকা ৬৫ বছর বয়সী লাল মিয়াকে নিজস্ব অর্থায়নে একটি হুইল চেয়ার উপহার দেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি।হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে লাল মিয়ার মুখে।
জানা গেছে, বগুড়া সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে বসতকৃত এক অসহায় প্রতিবন্ধী লালমিয়া (৬৫) শারীরিক অসুস্থতায় ঠিকমতো চলাচল করতে পারেন না,চলাচল জন্য নেই একটা হুইল চেয়ার।পরিবারটি অসচ্ছল হতদরিদ্র হওয়ায় একটি হুইল চেয়ার কিনার সামর্থ্য ছিলনা।বিষয়টি শাহাজাদী আলম লিপির দৃষ্টিগোচর হলে তিনি তার নিজস্ব অর্থায়নে একটি হুইল চেয়ার প্রদান করেন।হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন লালমিয়া।
লালমিয়া বলেন, কয়েক বছর ধরে আমি কষ্ট করে চলাফেলা করছি।স্থানীয় সমাজের বিত্তশালী অনেকের কাছে একটি হুইলচেয়ার চেয়েও পাইনি।আজ লিপি আপার মাধ্যমে হুইলচেয়ার পেয়ে আমি অনেক আনন্দিত।
লালমিয়া আরো বলেন, তিনি একজন মানবিক মানুষ।আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাঁর আশা পূরণ করে।আল্লাহ তাঁকে হায়াত দান করেন।অসহায় মানুষের সেবা করার তওফিক দান করেন। যতদিন বেচে থাকবো ততদিন শাহাজাদী আলম লিপি আপার জন্য এই দোয়া করে যাবো।
হস্তান্তরকালে শাহাজাদী আলম লিপি বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের সেবা দিয়ে আসছি।আমি মানুষের মাঝে কিছু দিতে পারলে আমার ভালো লাগে।এভাবেই সারাজীবন মানুষের পাশে থাকতে চাই।
হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি আসাদ আলী খোকা, সোনাতলা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান গেদা সাবেক, বালুয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবজাল হোসেন, ব্যবসায়ী আরিফুল ইসলাম, আজাদুল, খোরশেদ আলম, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমন স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।