সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪

- আপডেট সময় : ১০:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

বগুড়া সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-শাজাহানপুর থানা এলাকার ভান্ডারপাইকা (উত্তরপাড়া) গ্রামের আবু তালেবের ছেলে মোঃ আবু হানিফ সোহাগ (২৮),গাবতলী থানা এলাকার হাতিবান্ধা দক্ষিনপাড়া এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে
মোঃ মিজানুর রহমান (২৫),মড়িয়া ছয়মাইল গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ উজ্জল (২৪) ও হাতিবান্ধা দক্ষিনপাড়া মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ তারেক হাসান (২০)। গ্রেফতার কালে তাদের ব্যবহৃত সিএনজি, দুইটি বার্মিজ চাকু, দুইটি কাঠের হাতল যুক্ত হাসুয়া উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ কালে তাদের দেওয়া তথ্য মতে গাবতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এছাড়াও অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজেশ কুমার চক্রবর্তী। সকল আসামীকে আজ শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।