সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সারিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্দ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সারিয়াকান্দি স্থানীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। যিনি এই দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে ফ্যাসিস্ট সরকার তাঁকে গৃহবন্দী করে রেখেছে।
তিনি আরও বলেন, তিঁনি দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক।দীর্ঘদিন থেকে গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও অমানবিক সরকার বিভিন্ন কৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত করেছে।তাঁর আশু রোগমুক্তি কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল কমিশনার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বাপ্পি, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন,ফরহাদ হোসেন, সানাউল্লাহ সরকার, ডা:গোলাম রাব্বানী, রুবেল, মানিক,রয়েল, ফুলবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মাহাবুব হেসেন, উপজেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজনে স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।