জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সিরাজগঞ্জ পবিস-২ এর ডিজিএম সানোয়ার হোসেন

- আপডেট সময় : ০১:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে ২০২২-২০২৩ অর্থ বছরের জাতীয় শুদ্ধচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ পবিস-২ কাজিপুর জোনাল ম্যানেজার ডিজিএম সানোয়ার হোসেন।
গত ৩০ আগস্ট এই মর্মে বাপবিবো মানব সম্পদ পরিদপ্তর- সদর দপ্তর ভবন, ঢাকা পরিচালক মোঃ আসাফউদ্দৌলা স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেছে।
পুরস্কারে মনোনীত হওয়ার বিষয় টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পবিস-২ এর জোনাল ম্যানেজার ডিজিএম সানোয়ার হোসেন।
সততা ও নৈতিকতা, সেবা গ্রহিতাদের সেবা প্রদান,পেশাগত দক্ষতা ও তথ্য প্রযুক্তির ব্যবহার, অর্ধস্তন কর্মচারিদের তত্বাবধান ও পরিবীক্ষণ, দলগত কাজে সমন্বয়, সময় অনুবর্তিতা ও শৃঙ্খলাবোধ,বার্ষিক কর্মসম্পাদান চুক্তি এবং শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবাস্তবায়নে তৎপরতা, কর্তব্যনিষ্ঠ ও স্ব প্রোণোদিত উদ্যোগ, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ ও উর্দ্বতন কর্তপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে মূল্যায়নের ভিত্তিতে এ পুুুুরুস্কারে মনোনীত করা হয়।
এ বিষয়ে পুরস্কার পেয়ে পবিস-২ এর কাজিপুর জোনাল ম্যানেজার ডিজিএম সানোয়ার হোসেন বলেন, এ অর্জন আমার একার নয়।এ অর্জন পবিস-২ কাজিপুরের সকলের।যে কোনো পুরস্কার ও স্বীকৃতি কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করে।এ স্বীকৃতি পেয়ে আমি খুব আনন্দিত।আমি এর আগে ফরিদপুর বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম থাকাবস্থায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বঙ্গবন্ধু পুরস্কার পেয়ে ছিলাম।পুরস্কার পাওয়ার চেয়ে তার মর্যাদা ধরে রাখাটাই কঠিন।তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, একজন সরকারি কর্মচারি হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই।আমি আমার সর্বোচ্চ মেধা সৃজনশীলতা দিয়ে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নেঙ সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো।আমি সব সময়ই চেয়েছি দেশ ও জাতির জন্য কাজ করতে।তবে এমন অর্জন আমাকে আরও অনুপ্রেরণা দিবে।
তিনি আরও জানান, বিদ্যুৎ সেক্টরের মত জরুরি সেবার মান উন্নয়নে আরও নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, দুরদর্শিতা, পারদর্শিতা, বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে কাজিপুর উপজেলার জন্য কাজ করে যেতে চাই।আমি যেন সরকারের এসব স্বীকৃতির যথাযথ মর্যাদা রক্ষা করে সরকারি দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি সবার কাছে এ দোয়া চাই।
উল্লেখ যে, সানোয়ার হোসেন ১২/১১/২০২২ তারিখে পবিস-২ কাজিপুর পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল ম্যানেজার ডিজিএম হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এর আগে তিনি বেলকুচি উপজেলায় তার আগে ফরিদপুর বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।