গলাচিপায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১,আহত ৬

- আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় ট্রাক-ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে মালেক সিকদার (৭০) নামে এক যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমখলা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার হরিদেপপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আমখলা বাজারে আসার পথে দ্রুত গতির ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়।আর বাজারের উত্তর পাশের সড়কের ওপর থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়।এতে অটোরিকশায় থাকা চালকসহ ৭ জন যাত্রী আহত হয়।আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন,ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে।এতে আরও ৬ জন আহত হয়েছেন।নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।