মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার হাটফুলবাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া, পাঁচ পীরতলা ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বুলু ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আগামীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে আবারো ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।তিনি তার বক্তব্যে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন এসময়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইফাজ উদ্দিন প্রামানিক, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খোর্দ্দবলাইল সাং. ইউনিয়ন আওয়ামী লীগ মোঃ রবিউল হাসান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর, খোরশেদ আলম, সমাজ সেবিকা শাহিনা বেগম বেলি, যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।