রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও তৌহিদুর রহমান ফরিদপুর-১: আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন লাখাইয়ে দেড় লক্ষাধিক লোকের জন্য ডাক্তার ২ জন,চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা নাটোরের সিংড়ায় দুই সন্তানের জননীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মধ্যবিত্ত পরিবারের টানাপোড়নের গল্প ‘বলতে চাই’

রিফাত ঢাকার নিম্নমধ্যবিত্ত পরিবারের একটি ছেলে।পরিবারের দায়িত্ব একটি সময় এসে তার কাঁধে পড়ে কিন্তু চাকরি না থাকায় বিভিন্ন পরিস্থিতিতে পড়তে হয় তাকে।চাকরির জন্য ঢাকার অলিগলি ঘুরে বেড়ানো বিভিন্ন সময় বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পরা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় তার দিন পার হয়।প্রভা তার বান্ধবী তার সঙ্গেই রিফাতের সখ্যতা।একসময় দিশার সঙ্গে প্রেম হয় নানা টানা পোড়নে তাদের প্রেম চলতে থাকে।

একটি মৌলিক গল্প নিয়ে আতিফ আসলাম বাবলু নির্মাণ করছেন ‘বলতে চাই’ নাটক।নাটকটিতে রিফাত ও দিশা চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত দত্ত ও মেহের কামাল মীম।

নাটকটিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌসী রাইসা, কবিতা শামীমা, কাশফিয়া প্রমি, সিমরান সাদিয়া, শামীমা মিতু, সহ আরও অনেকেই।

আতিফ আসলাম বাবলু পরিচালিত ‘বলতে চাই’ নাটকটি রচনা করেছেন এ এইচ হৃদয়।

নাটকটি নিয়ে পরিচালক আতিফ আসলাম বাবলু বলেন, ঢাকার রাস্তায় প্রতিদিন হাজারো তরুণ চোখে পড়ে যাদের চাকরির জন্য হাহাকার।পরিবারের দায়িত্ব নিতে হয় কিন্তু সেই জায়গা টা তারা করতে পারে না।তারা কি কি পরিস্থিতিতে পড়তে পারেন এমন গল্পেই নির্মাণ হয়েছে নাটকটি।বাস্তববাদী মৌলিক একটি গল্প আশা রাখি দর্শকদের ভালো লাগবে।

শাশ্বত দত্ত বলেন, গল্প দেখেই পছন্দ হয়েছিল।দর্শকদের ভালো লাগবে গল্পটি।জীবনের গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ হয়েছে।অবশ্যই নাটকটি দেখবেন দর্শকরা।

মেহের কামাল বলেন, আমার সেরা কাজ গুলোর এটি একটি।খুব ভালো লেগেছে কাজটি করতে দর্শকদের ও ভালো লাগবে।

জান্নাতুল ফেরদৌসী বলেন, গতানুগতিক ধারার বাইরের একটি গল্প যেখানে তুলে ধরা হয়েছে বাস্তবতা।কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই কাজটি দেখবে তাকে দ্বিতীয়বার দেখতে হবে।

কাশফিয়া প্রমি বলেন, আমি অনেক উপভোগ করেছি কাজটি।একজন দর্শক হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে কাজটি। জীবনের টানাপোড়নের গল্প।দর্শকদের সঙ্গে মিলে যাবে।

শেষ হয়েছে ‘বলতে চাই’ নাটকের শুটিং।শীগ্রই বেসরকারি একটি টেলিভিশন ও ইউটিউব চ্যানেল এ অবমুক্ত হবে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ