রুখতে হবে স্বৈরাচার, ভাঙতে হবে কারাগার,
ফিরবে তবে ভোটাধিকার,
গনতন্ত্র, ন্যায়বিচার।
রাজপথে আরেকবার,নামতে হবে জনতার,
দেশপ্রেমিক জনতার,ঐক্যবদ্ধ দৃঢ়তায়,দেশবাঁচানোর অঙ্গীকার।
(রিপিট) দেশ বাঁচানোর অঙ্গীকার)
আরে দেশটাতো তোমার,
আরে দেশটাতো আমার।
(রিপিট)আরে দেশটাতো তোমার,
আরে দেশটাতো সবার।
দিনের ভোট রাতে করা শেখ হাসিনার আবিষ্কার,
সুষ্ঠু ভোটে তালবাহানা জাতির কাছে পরিষ্কার।
দ্রব্যমূল্যর উর্ধগতি জনমনে নাভিশ্বাস,
লোডশেডিং এ বিপর্যস্ত চারিদিকে দীর্ঘশ্বাস।
স্বৈররাণীর লুটপাটে সংকটে আজ অর্থনীতি,
বিশ্বতরে আমার দেশের নাই কোন উপস্থিতি।
ঐ বইছে তারেক বসন্ত বাতাস,
আসবে ফিরে রাঙা প্রভাত।
হাকিছে ভবিষ্যৎ সবার।
সময় এখন রাজপথে থাকার।
তু্মি উঠে দাড়ালে,
দূর হবে সব অন্ধকার,
ঘুরবে চাকা বাংলাদেশের,
জয় হবে জনতার।
আরে জয় হবে জনতার।।
ওরে তরুন নওজোয়ান
টগবগ করে তরতাজা প্রাণ।
দেশ বাঁচাতে রাজপথে নাম,
তবেই এবার থামবে তুফান।
কি ভাবছো, ঝরবে প্রাণ?
প্রয়োজনে দেবো প্রাণ,
তবুও রাখবো দেশের মান।।
আরে তবুও রাখবো দেশের মান।।
ঘাতকের বুলেটের আঘাত,
সইবো না আর রক্তপাত,
প্রতিরোধের ঘূর্ণিপাকে
এবার হবে কুপোকাত।
ভয় ডর বাঁধার পাহাড়
তুরি মেরে উড়িয়ে দে।
ট্যাংক কামানের গোলাবারুদ,
লাথি মেরে গুড়িয়ে দে।
ভােট চুরির হিসাব নিকাশ ,
চিরতরে মিটিয়ে দে।
ঐক্যবদ্ধ জনতার, দেশ বাঁচানোর অঙ্গীকার।
আরে দেশটাতো তোমার,
আরে দেশটাতো আমার।
(রিপিট)আরে দেশটাতো তোমার,
আরে দেশটাতো সবার।
লেখা- শরীফ প্রধান শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল।