রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও তৌহিদুর রহমান ফরিদপুর-১: আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন লাখাইয়ে দেড় লক্ষাধিক লোকের জন্য ডাক্তার ২ জন,চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা নাটোরের সিংড়ায় দুই সন্তানের জননীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

‘মধ্যবিত্ত’ চলচ্চিত্রের টাইটেল গানে যায়ান আবেদীন

মধ্যবিত্ত চলচিত্রের টাইটেল গানটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।গানটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী যায়ান আবেদীন।গানটি নিয়ে শিল্পী বেশ আশাবাদী।চলচিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা তানভীর হাসান।প্রযোজনা সিনে মিডিয়া।নির্বাহী প্রযোজনা শারমীন হাসান।

‘মধ্যবিত্ত’ ছবিটির তরুণ প্রজন্মের নির্মাতা তানভীর হাসান আমাদের বাস্তব জীবনের প্রতিদিনের চালচিত্রকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প।এই গল্পে আবহমান বাংলার চিরায়ত চরিত্র গুলো ফুটিয়ে তুলছেন অভিনয় শিল্পীরা।গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা কোনো জায়গার চরিত্র বাদ যায়নি ‘মধ্যবিত্ত’ সিনেমায়।এই ছবিতে প্রতিটি শিল্পী যার যার চরিত্রে অভিনয় করে সবাই তৃপ্ত।মধ্যবিত্ত সিনেমায় অভিনয় করেছেন এলিনা শাম্মি, শিশির সরদার, প্রয়াত মাসুম আজিজ, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজু, নবাগতা রুশা, স্বাধীন, উর্মি, মুকুল জামিল, সাবেরী আলম,আব্দুল্লাহ রানা, নাইমা নিশু, টুম্পা, আবাদী সরকার, রাকিব, লিপি, মানিক শাহ, রাজু হাওলাদার, মাইশা প্রাপ্তী এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক।মধ্যবিত্ত সিনেমায় মোট ৪টি গান আছে।গানগুলো গেয়েছেন-বেলাল খান, কোনাল, শফি মন্ডল, নোলক বাবু, যায়ান আবেদীন ও পলি শারমিন।

সংগীত পরিচালক হিসেবে আছেন রিয়াল আশিক, ঋষিকেশ রকি ও অনিম খান।

সুর করেছেন-প্লাবন কোরেশী, মাসুদ আহমেদ, তরুণ সিং, তানভীর হাসান, মাহফুজ ইমরান।

গানগুলো লিখেছেন-বাকীউল আলম, রবিউল ইসলাম রবি, তরুণ সিং, কাজী শাহীন ও তানভীর হাসান।

ইমরান আহমেদ এর রূপসজ্জায় জাহাঙ্গীর রাজ এর চিত্র ধারণে সম্পাদনা করছেন এনামুল হক ও রাসেল পারভেজ।নৃত্য পরিচালক মাইকেল বাবু।আবহ সংগীত..হৃষীকেশ রকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ