নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আর্থিক সহযোগীতায় নিরাপদ খাদ্য তৈরী ও পরিবেশন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়ার সভাপত্বিতে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকতা মোঃ তরিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,স্বাস্থ্য কর্মকতা ডাঃ মো: সেলিম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা তাসলীমা ফেরদৌসী।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, হোটেল মালিক-শ্রমিক, ইমাম, মুয়াজ্জিন ও সুশীল সমাজের প্রতিনিধি।
প্রশিক্ষণে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের গুরুত্ব, নিরাপদ খাদ্য তৈরী, পরিবেশন,সংরক্ষন ও বাজারজাতকরণ সম্পর্কে সম্যক ধারনা,বাজারমূল্য নিয়ন্ত্রন ও মনিটরিংবিষয়ে উদ্ধুদ্ধ করণ,ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বিষয়ে ধারনা,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ দায়েরের পদ্ধতির বিষয়ে আলোচনা করা হয়।