ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শাহীন (১৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ আগষ্ট) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত শাহীন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে,তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার ২৫ আগষ্ট রাতে তার নিজের অটো রিকশা প্রতিদিনের মতো চার্জে দিয়ে রেখে বাসায় আসেন শাহীন।শনিবার ২৬ আগষ্ট সকালে চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে পরিবারের লোকজন দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, কয়েক দিন আগে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শাহীন বিয়ে করেন।তার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। হাতের মেহেদি এখনও শুকায়নি।আগামী ৩০ আগস্ট নববধূকে শাহীনের বাসায় তুলে আনার কথা ছিল।
এদিকে তার মৃত্যুতে শ্বশুর বাড়ির লোকজন ও নিজ পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহীন নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে,লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ব্যতীত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।