বিরাগিণী
সেলিম আহমদ কাওছার
স্বামীর মতো আদর যত্ন
করবে আমায় কেউ
নব বধূ হব আমি
উত্তাল নদীর ঢেউ।
যৌবন কাটে নদীর ঘাটে
প্রহর গুনে গুনে
মহা কষ্টে আছি আমি
কেউ না কথা শুনে।
লাইলি হওয়ার ইচ্ছে জাগে
মজনু আসে না
আমায় সবাই নষ্ট ভেবে
ভালো বাসে না।
বিরাগিণী নারী আমি
সোহাগিনী হব
ভ্রমরারী দেখা পেলে
মনের কথা কব।
লেখক:-ব্যবস্হাপনা সম্পাদক
সাপ্তাহিক সোমবার ই-পেপার