এই পথ ধরে
দিলরুবা খানম সাথী
যতবার দুটি আঁখি বন্ধ করেছি
ততবার তোমার প্রেমে পড়েছি!
বিশ্বাস কর কতশত কবিতায় না
লিখেছি তোমায় নিয়ে!
কিন্তু তোমার বাস্তব অস্তিত্ব আজও খুঁজে পাইনি।
কতশত অশ্রু গড়িয়েছে।
কতরাত কেঁদেছি,
নিদ্রাহীন রাত্রি যানে আমার কষ্ট।
তোমার অপেক্ষায় __
তেইশটি বছর কেটে গেল!
কিন্তু তুমি আসোনি।
আমি ক্লান্ত পথিক ফিরে যাচ্ছি শূন্য হাতে!
রেখে যাচ্ছি আমার ভালোবাসা
যদি কখনো এই পথ ধরে ফির
আমার মিথ্যে কিছু কবিতা খুঁজে পাবে
যা তোমায় নিয়ে লিখা ছিল!