কাজিপুরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

- আপডেট সময় : ০৫:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ একজন ১ জন নারী মাদক কারবারি কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
আটকৃত হলো উপজেলার সোনামুখি ইউনিয়নের চরকাদহ পূর্ব পাড়া গ্রামের শহিদুল ইসলাম খলিফার স্ত্রী মোছাঃ বেগম (৪৭)।
১৭/০১/২৩ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে কাজিপুর থানাধীন সোনামুখী ইউনিয়নের চরকাদহ পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোছাঃ বেগম (৪৭) কে গ্রেফতার করে।এ সময় তার কাছ থেকে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা উদ্ধার করে।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১৮/১/২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।