পঞ্চগড়ে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন ৪ নং কামাত কাজলদীঘি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক।তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধানের ব্যক্তিগত উদ্যোগে ২৪ জন কৃতি শিক্ষার্থীকে বই ও ক্রেস্ট প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফফাত বিন শাহ, টুনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, কামাতকুঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন শফি, ইউপি সচিব খলিলুর রহমান মামুন সহ আরও অনেকেই।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।