সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার দৌলতপুর বাজার মাছ সেড পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর বাজারে জিওবি ও জাইকার অর্থায়নে দৌলতপুর বাজারে মাছ সেড পুনঃনির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।
বাজার মাছ সেড পুনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
এসময় আরও উপস্থিত ছিলেন জাইকার সমন্বয়ক শরিফুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লা, আওয়ামী লীগ নেতা হাজী পিয়ার হোসেন, আওয়ামীলীগ শাহীন রেজা, যুবলীগ নেতা শেখ ওয়াহিদ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।