বেলকুচিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক!

- আপডেট সময় : ০৫:১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৬৮৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ বেলকুচিতে গাঁজাসহ শহিদুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে ২কেজি গাঁজাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।
বুধবার (১৮জানুয়ারি) সকালে বেলকুচি উপজেলার ক্ষিদ্র গোপরেখী গ্রামে বেলকুচি টু কান্দাপাড়া পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শহিদুল ইসলাম বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জের উপ-পরিদর্শক নাজমুল হক বিপিএম।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আাইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়েরের পূর্বক আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।