শীতের কবিতা..
©সোহানুর রহমান সোহান
উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ
শীতল হাওয়া বেড়েই চলেছে অহরহ..
শীতের ভয়াবহতায়
সারা শরীর কেঁপে যায়..
মানুষজন শীতলতায়
দৈনন্দিন কাজে যাওয়ার কেনো উপায় নাই..
পৌষের শীতের দাপটে
মানুষজন আছে লেপ জাপ্টে!
প্রচন্ড শীতে জনজীবনে দুর্ভোগ
শীতকে অবহেলার নেউ কেনো সুযোগ!
সকাল হলেও কুয়াশায় ঘিরে
ধরে থাকছে প্রতিটা অঞ্চল,
প্রচন্ড শীতেও কিছু মানুষ
নিজের কাজে ও পেশায় রয়েছে চঞ্চল..
আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়..
যার যার অবস্থান থেকে শীত বস্ত্রহীন মানুষদের সাহায্যের হাত বাড়ায়!!
তবুও শীত প্রিয় অপ্রিয় হয়ে থাকে..
ভিন্ন ভিন্ন মতবাদে, মতভেদে।
ঝিকরাপাড়া, কাঁকনহাট, রাজশাহী।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।