ফেনীতে বিজাবি ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে ৩৭ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে পাচার হয়ে আসা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) অবৈধ পন্থায় বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের পণ্য প্রবেশ করার সময় ৩১৯ পিস ভারতীয় শাড়ি,লেহেংগা ১৮ পিস, থ্রীপিস ৩৪২ পিসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে।
ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের একাডেমী রোড়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা এর নেতৃত্বে ও র্যাব সদস্যের উপস্থিতিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় শাড়ী ৩১৯ পিস, লেহেংগা ১৮ পিস, থ্রীপিস ৩৪২ পিসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে।জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৩৭ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস এ হস্তান্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।