নতুন বই
হাসু কবির
অনেক খুশি হাফসা কবির
পেলো নতুন বই
নতুন বছর নতুন আশা
করে তাই হইচই।
গল্প পড়ে নতুন বইয়ের
কবিতাটাও পড়ে
পড়ার সময় হাসি খুশি
অনেক মজা করে।
ছড়াগুলো রসে ভরা
বলে পড়ার ফাঁকে
সুযোগ পেলেই নতুন বইয়ের
তরুলতা আঁকে।
ফলের ছবি পাখির ছবি
আঁকে পাহাড় নদী
মনের মতো আঁকত সবি
শিল্পী হতো যদি।
পড়তে বসে ছোট মেয়ে
তাইবাকে নেয় পাশে
গল্প ছড়া পড়ার সময়
দু’জনেই খুব হাসে।