পঞ্চগড়ে দুটি অবৈধ ইট ভাটার মালিককে জরিমানা

- আপডেট সময় : ০৬:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোদা উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ০২(দুই) টি ইটভাটার মালিককে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে ধার্য্যপূর্বক আদায় করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলার বোদা উপজেলায় মেসার্স বি বি ব্রিকস, প্রো- মো: সফিউল্লাহকে, ৫ লক্ষ টাকা এবং মেসার্স এম এল এম ব্রিকস, প্রো- মনছুর আলমকে, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগ এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও জেলা প্রশাসন, পঞ্চগড় এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশ, পঞ্চগড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বোদা, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন।