সিরাজগঞ্জ এর বেলকুচিতে কিরণ দিশারী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর ডিগ্রি কলেজে মাঠে শ্রী দুলাল চন্দ্রের সঞ্চালনায় ও শামছুল আলম মাষ্টারের সভাপতিত্বে অসহায় দুস্থ মানুষের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লা, যুবলীগ নেতা মোঃ শাহীন মোল্লা, সংগঠনের সভাপতি রবিউল করিম ও সাধারণ সম্পাদক রাসেল মন্ডল। আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম রেজা, হাজী মোতালেব হোসেন, হাজী ছুরমান আলী, যুবলীগ কর্মী শেখ ওয়াহিদ মামুন প্রমূখ।
এসময় সার্বিক তত্বাবধানে থাকা সংগঠনের সভাপতি রবিউল করিম,সাধারণ সম্পাদক রাসেল মন্ডল ও শেখ ওয়াহিদ মামুন জানান,সকলের সার্বিক সহযোগিতায় আমরা প্রত্যেক বছরই মানবতার কাজে এভাবেই এগিয়ে আসবো।