বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
পুটু খোকন

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০৫:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে

পুটু খোকন
গোলাপ মাহমুদ সৌরভ
পুটু মণির নাচ দেখে
খোকন সোনা হাসে,
তিরিং বিরিং নাচে পুটু
খোকন হাঁটে পাশে।
পুটু,খোকন খেলা করে
রোজ সকাল বেলা,
পুটু,খোকন ভালো বন্ধু
করে একসাথে খেলা।
খোকন ডাকে পুটু মণি
আয়রে কাছে আয়,
নেচে নেচে চলে পুটু
ফিরে ফিরে চায়।