মঙ্গলবার সকালে বগুড়া সারিয়াকান্দিতে প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সারিয়াকান্দি সরকারি আব্দুল মান্নান মহিলা কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
কলেজের অধ্যক্ষ শাহ আলম লতার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনজুর মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।
সভাটির সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ আলী জিন্নাহ।