দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।কনকনে ঠান্ডায় কাঁপছে দিনাজপুর।
শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে।গতকাল তাপমাত্রা ছিলো ৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি জানান,মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস।গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ৯.১ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।